১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের সহকারী ব্যবস্থাপক পদে এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ

admin
প্রকাশিত ১৩ সেপ্টেম্বর, শনিবার, ২০২৫ ১০:৫২:৩৮
দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের সহকারী ব্যবস্থাপক পদে এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ

Manual3 Ad Code

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ‘সহকারী ব্যবস্থাপক (জেনারেল)’ পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠেয় এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করপোরেশনের পরিচালক (এইচআরডি-১) মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পরীক্ষায় ৭ হাজার ৩৪০ জন প্রার্থী অংশ নেবেন। পরীক্ষার কেন্দ্র ও আসনবিন্যাস–সংক্রান্ত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

Manual6 Ad Code

প্রবেশপত্র সংগ্রহ

প্রার্থীরা ১০ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

পরীক্ষার নিয়মাবলি

  • পরীক্ষাকেন্দ্রে প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কাগজ, বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ ডিভাইস ও ব্যাগ আনা নিষিদ্ধ।

    Manual2 Ad Code

  • কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না; উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

  • প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

    Manual1 Ad Code

  • পরীক্ষা শুরু হওয়ার পর কোনো অবস্থাতেই কোনো প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।

পরবর্তী ধাপ

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

Manual6 Ad Code