১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, মির্জা ফয়সল আমিন সভাপতি নির্বাচিত

admin
প্রকাশিত ০৮ সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ ২৩:০০:৪৫
দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, মির্জা ফয়সল আমিন সভাপতি নির্বাচিত

Manual5 Ad Code

ঠাকুরগাঁও: দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপি-র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. পয়গাম আলী। জেলা বিএনপি সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার বদিউজ্জামান চৌধুরী আজ সোমবার বিকেলে ফল ঘোষণা করেন।

Manual1 Ad Code

শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় মির্জা ফয়সল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মো. পয়গাম আলী ৩৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আল মামুন পান ২৯১ ভোট। মোট ৮০৮ জন কাউন্সিলরের মধ্যে ৭২১ জন ভোট দেন।

Manual6 Ad Code

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু জানান, জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভার আট ইউনিট থেকে মোট ৮০৮ জন কাউন্সিলরের মধ্যে ৭২১ জন ভোট দিয়েছেন। এছাড়া প্রায় ৪ হাজার নেতা-কর্মী ও ৫ শতাধিক অতিথি সম্মেলনে উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

উল্লেখ্য, সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ আট বছর পর নানা রাজনৈতিক জটিলতার অবসান ঘটিয়ে এই সম্মেলন আয়োজন করা সম্ভব হয়েছে।