১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দুই উপদেষ্টার গাড়ি বহর আটকিয়ে বিক্ষোভের দায়ে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদ বহিষ্কার

admin
প্রকাশিত ১৫ জুন, রবিবার, ২০২৫ ১৭:৫৫:৩৩
দুই উপদেষ্টার গাড়ি বহর আটকিয়ে  বিক্ষোভের দায়ে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদ বহিষ্কার

Manual1 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:

সিলেটে দুই উপদেষ্টার গাড়ি আটকিয়ে বহিষ্কার যুবদল নেতা দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে বহিষ্কার করা হয়েছে।

 

 

 

Manual2 Ad Code

আজ রবিবার (১৫ জুন) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

 

 

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৪ জুন) সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরিদর্শনে আসেন অন্তর্র্বতী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ফাওজুল কবির খান।

Manual7 Ad Code

পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন। ব্রিফিংয়ে পরিবেশবান্ধব পর্যটন বিকাশের জন্য সিলেটের আর কোনো পাথর কোয়ারি খুলে দেবে না সরকার, এমনকি লিজও দেওয়া হবে না বলে জানান ওই দুই উপদেষ্টা। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় পাথর শ্রমিক, পাথর উত্তোলনে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের নেতারাসহ স্থানীয় জনতা মিলে উপদেষ্টাদের গাড়ি আটকে বিক্ষোভ করেন।

এ সময় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উপদেষ্টারা চলে যান। অভিযোগ উঠেছে এ বিক্ষোভের নেতৃত্ব দেন গোয়াইনঘাট যুবদল নেতা জাহিদ খান।