১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দুই উপদেষ্টার গাড়িবহর আটকে সিলেটে বিক্ষোভ

admin
প্রকাশিত ১৪ জুন, শনিবার, ২০২৫ ২২:৪৪:৩১
দুই উপদেষ্টার গাড়িবহর আটকে সিলেটে বিক্ষোভ

Manual5 Ad Code

সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে দিয়ে বিক্ষোভ করছে পাথর শ্রমিকরা। ওই দুই উপদেষ্টা হলেন- বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

 

 

Manual1 Ad Code

 

 

শনিবার (১৪ জুন) সকাল পৌনে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকা পরিদর্শন শেষে স্থানীয়  শ্রমিকদের রোষানলে পড়েন তারা।

 

 

 

শনিবার দুপুরে জাফলং বল্লাঘাট এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই বিক্ষোভের মুখে পড়েন।

 

 

 

 

Manual4 Ad Code

শনিবার দুপুরে সিলেটের পর্যটনকেন্দ্রখ্যাত জাফলং ইসিএ এলাকা পরিদর্শনে যান সৈয়দা রিজওয়ানা হাসান ও মুহাম্মদ ফাওজুল কবির খান। পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের মুখোমুখি হন। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সিলেটের আর কোন পাথর কোয়ারি লিজ বা খুলে দিবে না সরকার। জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। এমনটি করা গেলে এ অঞ্চলের পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে।

সৈয়দা রিজওয়ানা বলেন, জাফলং ইসিএ এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে  ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতে এরকম অবৈধ কার্যক্রমের সাথে কেউ জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

Manual5 Ad Code

আর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অবৈধভাবে পাথর উত্তোলন করে জাফলং ও আশেপাশের এলাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। এখানে অনেকে অবৈধভাবে পাথর ক্রাসার মেশিন বসিয়েছেন। এগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও উচ্ছেদ করা হবে।

Manual5 Ad Code