১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দুদকের তিন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৯৮ জন

admin
প্রকাশিত ১৫ ডিসেম্বর, সোমবার, ২০২৫ ১১:৫৬:১৩
দুদকের তিন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৯৮ জন

Manual2 Ad Code

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিনটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১৯৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর কমিশনের প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Manual2 Ad Code

দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যে তিনটি পদের ফল প্রকাশ করা হয়েছে, সেগুলো হলো—সহকারী পরিদর্শক, হিসাবরক্ষক ও ক্যাশিয়ার।

Manual2 Ad Code

এর আগে গত ১৩ ডিসেম্বর এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য পরবর্তী ধাপে কম্পিউটার (তাত্ত্বিক ও ব্যবহারিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর (শুক্রবার)।

এই পরীক্ষা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এ অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচিসহ সংশ্লিষ্ট সব বিস্তারিত তথ্য দুদকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি টেলিটকের সহায়তায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানানো হবে।

Manual6 Ad Code