দুদকের রেড অ্যালার্ট: শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৫

দুদকের রেড অ্যালার্ট: শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
ঢাকা │ বৃহস্পতিবার

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের প্লট জালিয়াতি-সংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তারা পুলিশ সদর দপ্তরে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, আসামিদের অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে আনা এবং ন্যায়বিচারের স্বার্থে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

কী অভিযোগ রয়েছে

দুদক সূত্র জানিয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিভিন্ন প্রকল্পে প্লট বরাদ্দ ও অনুমোদনের সময় অনিয়ম এবং অবৈধ লেনদেনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা এবং বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকসহ অন্যদের বিরুদ্ধে।

অভিযোগের মধ্যে রয়েছে—

  • স্বার্থসংশ্লিষ্ট নিয়ম লঙ্ঘন

  • সরকারি সম্পদের অবৈধ ব্যবহার

  • প্লট বরাদ্দে অনিয়ম

আদালতে সাক্ষ্যগ্রহণ

এদিকে আজ টানা তৃতীয় দিনের মতো প্লট জালিয়াতি মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। তিনটি পৃথক মামলায় আদালতে সাক্ষ্য নেওয়া হচ্ছে। সেখানে শেখ হাসিনা, শেখ রেহানা ও পরিবারের অন্য সদস্যদের সংশ্লিষ্টতা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মামলার পটভূমি

গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি নিজের ও স্বজনদের নামে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক।

পরবর্তীতে ২৫ মার্চ সংস্থাটি তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সেখানে শেখ হাসিনাসহ ২৮ জনকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ