দূর্যোগ মোকাবেলায় ওয়্যারহাউস নিমার্ণে নিজস্ব জমি পরিদর্শন

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৫

দূর্যোগ মোকাবেলায় ওয়্যারহাউস নিমার্ণে নিজস্ব জমি পরিদর্শন

ধোপাদিঘীরপাড়ে হবে রেড ক্রিসেন্ট এর বহুতল ভবন এমদাদুর রহমান চৌধুরী জিয়া : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইতিপূর্বে আত্ম মানবতার সেবায় কার্যক্রমে সফলতার স্বাক্ষর রেখেছে। ভালো কাজে তাদের উদ্যোগী মনোভাব সফলতার প্রশংসা বিদ্যমান সামাজিক অঙ্গনে।

 

 

 

 

সকলের জন্য মঙ্গলময় ও সোসাইটির জন্য উজ্জ্বল দৃষ্টান্তের উদাহরণ এমন সব কাজই বেশিরভাগ সময় করে তাকে রেড ক্রিসেন্ট সোসাইটি। দূর্যোগ মোকাবেলায় ওয়্যারহাউস নিমার্ণে নিজস্ব জমি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন নেতৃবৃন্দ। আজ রোববার (২৭ জুলাই) বিকেলে ধোপাদিঘীরপাড়ে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ২০ শতাংশ জায়গা পরিদর্শন করেন তারা।

 

 

 

 

 

 

এসয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক সিলেট রোটায়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট আত্মমানবতার সেবায় কাজ করছে। এরই ধারাবাহিকতায় ধোপাদীঘির পাড়ে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের বহুস্থল ভবন হবে। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় উপস্থিত ছিলেন, সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য অধ্যাপক মো: ফরিদ আহমদ, মাহবুব কাদির শাহী, মাহাবুবুল হক চৌধুরী, পারভেজ আহমদ, ফয়সল আহমদ, মো: নুরুল আমিন, জাহেদ তালুকদার, আবু সাঈদ সহ সিলেট যুব রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ