২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দেশে ডেঙ্গুতে আবারও মৃত্যু বেড়েছে

admin
প্রকাশিত ০৫ অক্টোবর, রবিবার, ২০২৫ ১৮:৩৪:২১
দেশে ডেঙ্গুতে আবারও মৃত্যু বেড়েছে

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
দেশে ডেঙ্গুতে মৃত্যু আবারও বেড়েছে। অক্টোবরের প্রথম চার দিনে মৃত্যুর হার কিছুটা কম থাকলেও আজ রবিবার (৫ অক্টোবর) নতুন করে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে সর্বাধিক রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে ১৯৫ জন এবং ঢাকায় উত্তর ও দক্ষিণ সিটি মিলিয়ে ৩১৯ জন।

এদিকে গত এক দিনে ৮৯৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ২৫৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Manual5 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১২ জনের মৃত্যু হয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৫৬৫ জন।

Manual3 Ad Code

এ বছর এখন পর্যন্ত দেশে মোট ৪৯ হাজার ৯০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই সবচেয়ে বেশি—১৫ হাজার ৮৬৬ জন রোগী ভর্তি হন।

Manual6 Ad Code