১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন আমীর খসরু

admin
প্রকাশিত ২১ জুন, শনিবার, ২০২৫ ০০:১৪:০৬
দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন আমীর খসরু

Manual5 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, তারেক রহমানের ফেরার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে তিনি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। যেকোনো সময় দেশে পা রাখবেন।

Manual4 Ad Code

আজ শুক্রবার বিকেলে রাজধানীর কাঁটাবনের এক মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মোহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নেন বিএনপির এই নেতা। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তারেক রহমান দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ জানাননি। তবে তিনি দ্রুত দেশে ফিরবেন। তাঁর ফেরার প্রস্তুতি চলছে। যেকোনো সময় দেশে চলে আসবেন তিনি। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই তাঁর অপেক্ষায় আছে; তাঁর প্রতীক্ষায় আছে। তিনি এটা ভালোভাবেই বোঝেন।’

Manual7 Ad Code

আসন্ন নির্বাচনে পোস্টার থাকা না থাকা-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘পোস্টার না থাকলে অসুবিধা কী? আমার মনে হয়, এই আলোচনাগুলো নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গেই করবে। নির্বাচনের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে অতিরিক্ত ব্যয় না হয়, যাতে জনগণের অংশগ্রহণ থাকে, তার জন্য যা যা প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে আমি নিশ্চিত।’

বিএনপির প্রতিনিধিদলের চীন সফর প্রসঙ্গে জানতে চাওয়া হলে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশ-চীনের সম্পর্ক আগে থেকেই গভীর ছিল। জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠা করে গেছেন। সেই সম্পর্ক এগিয়ে যাবে সামনের দিকে। দুই দেশের বন্ধুত্বকে আমরা এগিয়ে নিয়ে যাব।’

Manual5 Ad Code