আসন্ন নির্বাচনে পোস্টার থাকা না থাকা-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘পোস্টার না থাকলে অসুবিধা কী? আমার মনে হয়, এই আলোচনাগুলো নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গেই করবে। নির্বাচনের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে অতিরিক্ত ব্যয় না হয়, যাতে জনগণের অংশগ্রহণ থাকে, তার জন্য যা যা প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে আমি নিশ্চিত।’