১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দেড় কোটি টাকার চোরাচালান ধরল বিজিবি

admin
প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৫ ১৬:০৩:১৫
দেড় কোটি টাকার চোরাচালান ধরল বিজিবি

Manual7 Ad Code

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ৫৮ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ও  শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এসব চোরাই পণ্য জব্দ করা হয়।

 

 

৪৮ বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার তামাবিল, পান্থুমাই, প্রতাপপুর, সোনারহাট, ডিবিরহাওর, সংগ্রাম, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ ও পাথর কোয়ারি বিওপির টহল দল অভিযান চালায় । এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কমলা, গরু, মহিষ, বিস্কুট, চকলেট, কিসমিস, মেহেদী, জিলেট রেজার, সাবান, ট্যাং, শ্যাম্পু, ফুচকা, পোস্তদানা, মদ, গাঁজা ও বিয়ার জব্দ করা হয়। এসব পশু ও পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ৫৫০ টাকা।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।এসব মালামালের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।