সিলেট ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫
ভারতসহ ব্রিকসের সদস্যভুক্ত চারটি দেশ— চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নরস এসোসিয়েশনের সমাবেশে এই হুমকি দেন তিনি। ট্রাম্প বলেন, ব্রিকস জোটের মাধ্যমে মার্কিন অর্থনীতির ক্ষতি করার চেষ্টা করেছিলো।
এই জোটের উদ্যোগে নতুন মুদ্রা চালুর পরিকল্পনা নেয়া হয়, যা ডলারকে ধ্বংস করার একটা পাঁয়তারা ছিল। এসময় ট্রাম্প হুঁশিয়ারি জানিয়ে বলেন, মার্কিন মুদ্রাকে ধ্বংসের চেষ্টা করা হলে ব্রিকস জোটের সদস্য দেশগুলোর ওপর দেড়শ শতাংশ শুল্কারোপ করা হবে। উপরোক্ত পাঁচটি দেশ ছাড়াও ব্রিকসে অন্তর্ভুক্ত রয়েছে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত।
উল্লেখ্য, বিগত কয়েক দশক ধরে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য ছিল। তবে গত কয়েক বছরে ইউরো ও ইয়েনের ব্যবহার কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, ব্রিকস দেশগুলি নিজেদের মধ্যে নতুন মুদ্রা চালু করলে ডলারের মান কমে যেতে পারে। সেই কারণেই এত চিন্তিত ট্রাম্প।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD