দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ২১জনের মনোনয়নপত্র দাখিল
এফ এম হাসান, সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ২১জন প্রার্থী। এদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ১০জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন।
গত (০২ মে) বৃহস্পতিবার সহকারী রিটার্নিং অফিসার দোয়ারাবাজার বরাবরে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, উপজেলা পরিষদদের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস আলী বীরপ্রতীক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যডভোকেট মো. চাঁন মিয়া,আওয়ামী লীগ নেতা দেওয়ান আশিদ রাজা চৌধুরী, যুবলীগ নেতা মো. নুরুল আমিন ও বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে সোনাধন দে, মো. তাজির উদ্দিন, নূর হোসেন, মো. আব্দুল্লাহ, মো. রাসেল মিয়া, মো. আবুল কালাম, শরীফ আহমদ, মো. আবু বকর সিদ্দিক, মো. জিয়াউর রহমান, মো. বশির আহমদ ও জে ইউ সেলিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ঝরণা রানী দাশ, লাইলী বেগম, বেগম শামসুন্নাহার ও মোছা. শিরিনা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র বাছাই ৫ মে, আপিল ৬, ৭ ও ৮ মে, আপিল নিষ্পত্তি ৯ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে।#