দ্বিতীয়বারের মতো বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

দ্বিতীয়বারের মতো বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাত ৯টায় এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বুলবুলের পাশে ছিলেন আরেক সাবেক অধিনায়ক ও এবার বোর্ডের সহ-সভাপতি ফারুক আহমেদ। একসময় খেলোয়াড়জীবনে দুজন একই দলে ছিলেন, এখন ক্রিকেট প্রশাসনে ফারুক হচ্ছেন বুলবুলের ‘ডেপুটি’।

চার মাস আগে ফারুক আহমেদকে অপসারণ করে বিসিবির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান বুলবুল। তখন তিনি বলেছিলেন, ‘এই চার মাসের মেয়াদে কুইক একটি টি-টোয়েন্টি ইনিংস খেলব, যাতে মানুষ আমাকে মনে রাখে।’ এখন নতুনভাবে আরও চার বছরের জন্য বিসিবির সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে তিনি বলছেন,

“বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি। শুরুতে সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছিলাম, কিন্তু এখন বড় লক্ষ্য নিয়ে কাজ করতে চাই। দেশের ক্রিকেটের সেবা করতে চাই আরও সময়।”

বুলবুলের প্রার্থিতা নিয়ে শুরুতে কিছু ধোঁয়াশা থাকলেও পরে তিনি নির্বাচনে অংশ নেন। নির্বাচনজুড়ে তাঁর প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার দৃঢ় সমর্থন ছিল।

তবে বিসিবি নির্বাচন ঘিরে নাটকীয়তা ও বিতর্কও কম হয়নি। সাবেক অধিনায়ক তামিম ইকবাল সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে গত ১ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার করেন। এমনকি বিএনপি নেতা ইশরাক হোসেনকে নিয়ে সংবাদ সম্মেলনও করেন তামিম।

নির্বাচনের পর বুলবুল বলেন,

“ক্রিকেটকে এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। নির্বাচনের আগে কিছু বিতর্ক থাকলেও এখন সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে ঐক্য দরকার।”

তিনি আরও জানান, বোর্ডের নতুন মেয়াদে ‘ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রাম’ বাস্তবায়ন, ঘরোয়া ক্রিকেটে কাঠামোগত পরিবর্তন এবং নারী ক্রিকেটের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সর্বশেষ নিউজ