সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৫
মেহেরপুরে ধর্ষণ মামলায় স্বপন আলী নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
আজ ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় দেন। এ সময় জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক।
আসামি স্বপন আলী মেহেরপুর গাংনী উপজেলার মোহাম্মদপুর কেলাপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তাঁকে দণ্ডাদেশের পর কারাগারে পাঠানো হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আসামি স্বপন আলীর সঙ্গে কুষ্টিয়ার দৌলতপুরের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েকে গাংনী থানায় ডেকে নেন। সেদিন গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে রাতে আকুবপুর গ্রামের রফিকুল ইসলামের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় আশ্রয় গ্রহণ করেন। সেখানে প্রেমিকাকে ধর্ষণ করে তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান স্বপন আলী।
পরদিন স্থানীয়দের সহযোগিতায় নিজ পরিবারের কাছে ফেরত পাঠানো হয় ধর্ষণের শিকার মেয়েটিকে। ২২ সেপ্টেম্বর ২০১৬ গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বপন আলী ও শাহারুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। পরে পুলিশ তদন্তে সাহারুল ইসলামের নাম বাদ দেয়।
এ মামলায় ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD