১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভকারীদের অবস্থান অব্যাহত, যান চলাচল বন্ধ

admin
প্রকাশিত ১৭ নভেম্বর, সোমবার, ২০২৫ ১৯:৪৮:৪৮
ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভকারীদের অবস্থান অব্যাহত, যান চলাচল বন্ধ

Manual4 Ad Code

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এখনো বিক্ষোভকারীদের অবস্থান দেখা গেছে। তাঁদের উপস্থিতির কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

Manual8 Ad Code

আজ সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এলাকাজুড়ে এমন চিত্র দেখা যায়।

বিক্ষোভকারীদের বারবার ৩২ নম্বর সড়কে যাওয়ার চেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যেও বিক্ষোভকারীরা বিভিন্ন দলে ভাগ হয়ে দফায় দফায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে প্রবেশের চেষ্টা করছে। এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং নিরাপত্তা জোরদার করা হয়।

Manual8 Ad Code

দুপুরে উত্তেজনা চরমে

এর আগে দুপুরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকবার পাল্টাপাল্টি ধাওয়া হয়। দুপুরের দিকে দুটি এক্সকাভেটর নিয়ে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার চেষ্টা করেন। তবে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের দ্রুত ছত্রভঙ্গ করে দেয়।

এর পর থেকে বিক্ষোভকারীরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে আবারও ৩২ নম্বর সড়কে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Manual1 Ad Code