২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

নওগাঁর পোরশায় পাঁচ মাতালকে জরিমানা

admin
প্রকাশিত ১১ এপ্রিল, শুক্রবার, ২০২৫ ২১:৪৫:৫২
নওগাঁর পোরশায়  পাঁচ মাতালকে জরিমানা

Manual2 Ad Code

নওগাঁর পোরশায় মাদক সেবন করে মাতাল অবস্থায় রাস্তায় মোটরসাইকেল চালানোর কারনে পাঁচ মাদক সেবীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

Manual2 Ad Code

 

 

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

শুক্রবার নিতপুর কপালীর মোড়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিসট্রেট ও সহকারি কমিশনার (ভ‚মি) নাবিলা ফেরদৌস তাদের দুই হাজার টাকা জরিমানা করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে সরাইগাছি-আড্ডা রোডের বন্ধুপাড়া এলাকায় টহলদল সহ অভিযান পরিচালনা করে পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক মাক্তাপুর গ্রামের টুনু বাকলার ছেলে নয়ন বাকলা(২০), শুকুর তিগ্যার ছেলে স্বপন তিগ্যা(২০), পান্ডা বারুর ছেলে শ্যামল বারু(২০), হাবলা তিগ্যার ছেলে রতন তিগ্যা(২৮) ও খাতিপুর গ্রামের মহন সাহার ছেলে রবিলাল তিগ্যা(২২) আটক করে থানায় নিয়ে আসেন। পরে শুক্রবার ভ্রামস্যান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।

Manual6 Ad Code