সিলেট ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫
নওগাঁর পোরশায় মাদক সেবন করে মাতাল অবস্থায় রাস্তায় মোটরসাইকেল চালানোর কারনে পাঁচ মাদক সেবীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার নিতপুর কপালীর মোড়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিসট্রেট ও সহকারি কমিশনার (ভ‚মি) নাবিলা ফেরদৌস তাদের দুই হাজার টাকা জরিমানা করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে সরাইগাছি-আড্ডা রোডের বন্ধুপাড়া এলাকায় টহলদল সহ অভিযান পরিচালনা করে পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক মাক্তাপুর গ্রামের টুনু বাকলার ছেলে নয়ন বাকলা(২০), শুকুর তিগ্যার ছেলে স্বপন তিগ্যা(২০), পান্ডা বারুর ছেলে শ্যামল বারু(২০), হাবলা তিগ্যার ছেলে রতন তিগ্যা(২৮) ও খাতিপুর গ্রামের মহন সাহার ছেলে রবিলাল তিগ্যা(২২) আটক করে থানায় নিয়ে আসেন। পরে শুক্রবার ভ্রামস্যান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD