১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত, স্ত্রী-সন্তান গুরুতর আহত

admin
প্রকাশিত ১১ নভেম্বর, মঙ্গলবার, ২০২৫ ০০:৩৪:৫৯
নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত, স্ত্রী-সন্তান গুরুতর আহত

Manual5 Ad Code

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ট্রাককে ওভারটেক করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য রায়হান (৩২) নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কেশাইল গ্রামের শ্যালুকুড়ি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এক সুখী পরিবারের হাসি মুহূর্তেই নিভে গেল।”

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রায়হান কাশিমালা গ্রামের রেজাউল ইসলামের ছেলে এবং ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় কর্মরত ছিলেন। কিছুদিনের ছুটি কাটাতে তিনি স্ত্রী মিম্মা ও চার বছরের শিশুপুত্র আব্দুর রহমানকে নিয়ে নিজ গ্রামে এসেছিলেন।

দুর্ঘটনার সময় রায়হান মোটরসাইকেলযোগে স্ত্রী-সন্তানকে নিয়ে আক্কেলপুর যাচ্ছিলেন। পথে কেশাইল শ্যালুকুড়ি ব্রিজের কাছে এক ট্রাককে ওভারটেক করতে গিয়ে সামনে থাকা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Manual5 Ad Code

দুর্ঘটনায় রায়হানের স্ত্রী মিম্মা ও চার বছরের সন্তান আব্দুর রহমানও গুরুতর আহত হন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Manual4 Ad Code