
নওগাঁ, ১৯ সেপ্টেম্বর ২০২৫ — নওগাঁর রাণীনগর উপজেলার ঘোষগ্রাম মিনাপাড়া থেকে দুই ভাই মফিজ উদ্দীন (৬৫) ও হবিজ উদ্দীন (৪৫)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে স্থানীয় পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত দুই ভাইয়ের বাড়ি ঘোষগ্রাম প্রামাণিকপাড়া গ্রামে। তারা মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং অবিবাহিত ছিল বলে জানা গেছে। প্রতিবেশী হারুনুর রশিদ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে দুই ভাই বাড়ি থেকে বের হয়ে ফেরেননি। আজ দুপুরে স্থানীয়রা পুকুরে তাদের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
হারুনুর রশিদের ধারণা, হয়তো এক ভাই হাঁটার সময় পুকুরে পড়ে যান এবং আরেক ভাই তাকে উদ্ধার করতে গিয়ে পুকুরে ঝাঁপ দেন।
রাণীনগর থানার এসআই জুলফিকার বলেন, এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করছে।