নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর মান্দা উপজেলায় পাখি বেগম হত্যা মামলার প্রধান আসামি তাইজুল ইসলাম (২৩)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাবের সহায়তায় গতকাল শুক্রবার (৩ অক্টোবর) রাতে রাজশাহী থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার তাইজুল ইসলাম মান্দা উপজেলার পরানপুর মৎস্যজীবীপাড়ার বাসিন্দা ও জিয়ারুল ইসলামের ছেলে। আজ শনিবার (৪ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মান্দা থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য গ্রেপ্তার আসামির সাত দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে হাজির করা হয়েছে। তবে আদালত এখনো রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেননি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, “পাখি বেগম হত্যা মামলার প্রধান আসামিকে র্যাবের সহায়তায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সকালে মান্দা উপজেলার হলুদঘর পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে পাখি বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন নিহতের মা পারুল বিবি বাদী হয়ে তাইজুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মান্দা থানায় হত্যা মামলা করেন।