নগরীর টিলাগড়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আ*হ*ত ২, আটক ২

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

নগরীর টিলাগড়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আ*হ*ত ২, আটক ২

সিলেট নগরীর টিলাগড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে সিলেট সরকারি কলেজসংলগ্ন এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত দুইজন আহত হন এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করতে সক্ষম হয় ।

 

 

 

জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতির অনুসারী আব্দুস সামাদ লস্কর মুনিম গ্রুপ ও আব্দুস সালাম টিপু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। আজকের সংঘর্ষের শুরু হয় সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মিনহাজ উদ্দীনকে মারধরের মধ্য দিয়ে। অভিযোগ, মুনিম লস্কর গ্রুপের কর্মীরা মিনহাজকে টার্গেট করে হামলা চালায়।

 

 

 

 

 

এর পরপরই মিনহাজের সমর্থক টিপু গ্রুপের নেতাকর্মীরা পাল্টা জবাব দেয়, যা ঘণ্টাব্যাপী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টিলাগড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গ্রীনহিল স্টেট কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসাইন এবং জামান গ্রুপের কর্মী আসফিয়াকে দেশী অস্ত্রসহ সেনাবাহিনী আটক করেন। বর্তমানে টিলাগড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ