অ্যাপলের নতুন আইফোন ১৭ প্রো ও ১৭ প্রো ম্যাক্স বাজারে আসার পরই শুরু হয়েছে সমালোচনা। ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, মডেলগুলোতে খুব সহজেই আঁচড় ও দাগ পড়ছে—বিশেষ করে ক্যামেরা বাম্পের ধারালো প্রান্তগুলোতে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (#Scratchgate) হ্যাশট্যাগে অনেকেই ইতিমধ্যে দাগ পড়া ও রং উঠে যাওয়া আইফোনের ছবি শেয়ার করেছেন। আইফোন বাজারে আসার ২৪ ঘণ্টা পেরোতেই ব্যবহারকারীরা ব্যঙ্গ করে এ নামকরণ করেন। এমনকি অ্যাপল স্টোরে প্রদর্শিত নতুন মডেলগুলোতেও আঁচড় ধরা পড়েছে।
ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যান জানিয়েছেন, নতুন অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম ফ্রেমে তুলনামূলকভাবে বেশি আঁচড় লাগছে, বিশেষত গাঢ় রঙের মডেলে (যেমন: ডিপ ব্লু)। এ কারণেই প্রো মডেলে কালো রঙ বাদ দেওয়া হয়েছে বলে মনে করছেন তিনি। গত বছরের আইফোন ১৬ প্রো সিরিজে ব্যবহৃত টাইটানিয়াম বডি ছিল অনেক বেশি স্ক্র্যাচ-রেজিস্ট্যান্ট।
এবারের মডেলে অ্যানোডাইজড অ্যালুমিনিয়ামের স্তর উঠে গেলে নিচের রুপালি অংশ বের হয়ে আসে, যা দেখতে বেমানান লাগে। ইউটিউব চ্যানেল JerryRigEverything-এর জ্যাক নেলসন দেখিয়েছেন, ক্যামেরা বাম্পের ধারালো প্রান্তগুলোতেও প্রলেপ দুর্বল, ফলে সহজেই খসে পড়ছে।
সমাধান
বিশেষজ্ঞরা বলছেন, স্ক্র্যাচগেট এড়ানোর একমাত্র কার্যকর উপায় হলো ফোন কেনার সঙ্গে সঙ্গেই মানসম্মত কেস ব্যবহার করা। এতে শুধু আঁচড়ের ঝুঁকি কমবে না, ফোন পড়ে গেলে বড় ধরনের ক্ষতিও প্রতিরোধ করা যাবে।