
বাংলাদেশ ব্যাংক একেবারে নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট বাজারে ছাড়ার ঘোষণা দিছে।
আগামী ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে এই নোট বাজারে পাওয়া যাইবো।
আজ ২ ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংক এক সরকারি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
বাম পাশে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি
মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ ফুটন্ত শাপলা (জাতীয় ফুল)
ডান পাশে মূল্যমান ৫০০, যেটা নড়াচড়া করলে সবুজ → নীল রঙে পরিবর্তিত হবে
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ডান নিচে পাঁচটি ছোট বৃত্ত, স্পর্শে উঁচু অনুভূত হয়
নোটে সবুজ রঙের আধিক্য
বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা–এর ছবি
রয়েল বেঙ্গল টাইগারের মুখ
তার নিচে উজ্জ্বল ইলেকট্রো টাইপে ৫০০
বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম
ডান কোণার বড় ৫০০ নড়াচড়া করলে সবুজ → নীল হয়
ভেতরে কৌণিকভাবে লেখা ৫০০ দেখা যায়
বাম পাশে চওড়া লাল + স্বর্ণালি প্যাঁচানো নিরাপত্তা সুতা
নড়াচড়া করলে লাল অংশ সবুজ হয়ে যায়
আলোতে ধরলে সুতা রংধনুর মতো উজ্জ্বল স্বর্ণালি বার হয়ে ওপর থেকে নিচে চলে
কালিতে মুদ্রিত অংশগুলো হাত দিলে অসমতল অনুভব হয়
বিশেষভাবে—কেন্দ্রীয় শহীদ মিনারের ছবিতে স্পর্শে উঁচু অংশ পাওয়া যাবে
৪ ডিসেম্বর থেকে বাজারে আসছে নতুন ডিজাইনের সবুজ–আধিক্যযুক্ত আধুনিক নিরাপত্তা ব্যবস্থা সমৃদ্ধ ৫০০ টাকার নোট।
যাতে শহীদ মিনার, শাপলা, সুপ্রিম কোর্ট, বাঘের জলছাপ—সব মিলিয়ে নোটটিকে আরও নিরাপদ আর আকর্ষণীয় করা হইছে।