নতুন সংবিধান না মানলে আবারও নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

নতুন সংবিধান না মানলে আবারও নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) দিন ভালো যাচ্ছে না। দলের বাজে পারফরম্যান্সের পর এবার ফিফা ও এএফসি থেকে এসেছে কড়া বার্তা। আগামী ৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান কার্যকর না হলে ভারতের ফুটবল আবারও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।

সম্প্রতি এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, ফিফা ও এএফসি যৌথভাবে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে পাঠানো চিঠিতে সংবিধান চূড়ান্ত ও গ্রহণে ধারাবাহিক ব্যর্থতায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। তারা সতর্ক করে বলেছে, নির্ধারিত সময়ে শর্ত পূরণ না হলে বিষয়টি ফিফার সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার কাছে পাঠানো হবে।

ফিফা ও এএফসি স্পষ্ট করেছে, এআইএফএফকে অবশ্যই এই নির্দেশ মেনে চলতে হবে এবং সদস্য হিসেবে তাদের অধিকার রক্ষা করতে হলে নতুন সংবিধান কার্যকর করা ছাড়া বিকল্প নেই।

এর আগে ২০২২ সালের ১৬ আগস্ট ভারতের সুপ্রিম কোর্ট এআইএফএফ পরিচালনার জন্য কমিটি নিয়োগ করলে ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ অভিযোগে ফিফা ভারতকে নিষিদ্ধ করেছিল। যদিও ১৫ দিনের মাথায় সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

এদিকে, ২০১৭ সাল থেকে এআইএফএফ-এর সংবিধান ভারতের সুপ্রিম কোর্টে ঝুলে আছে। ফিফা মনে করছে, এটি সরকারের হস্তক্ষেপ। যদি এ সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে ভারতের জাতীয় দল ও ক্লাবগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ পড়তে পারে।

অন্যদিকে আর্থিক সংকট ও বাণিজ্যিক অংশীদারদের বিরোধের কারণে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) বন্ধ হয়ে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছে।

সর্বশেষ নিউজ