সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৫
ঝালকাঠি জেলার সুগন্ধা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে শহিদুল ইসলাম নামের এক ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৩০ জুন) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন এই অভিযান পরিচালনা করেন।
শহিদুল ইসলাম ফোর স্টার ব্রিকস নামক একটি ইটভাটার মালিক।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুগন্ধা নদীর তীর থেকে অনুমোদন ছাড়া মাটি কেটে ভাটায় ব্যবহার করছিল ফোর স্টার ব্রিকস কর্তৃপক্ষ। এতে নদীর পরিবেশ ও আশপাশের জমির ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সেখানে মাটি কাটার প্রমাণ পান। অভিযান শেষে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা নগদ আদায় করা হয়।
এ প্রসঙ্গে ইউএনও ফারহানা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কাউকে অবৈধ কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD