শাইরুল বলেন, ‘২০-২৫ জন মুখোশ, কালো গেঞ্জি, কালো প্যান্ট ও মোজা পরিহিত ছিল। তারা ঘরে ঢুকে আমাকে ও অসুস্থ বাবাকে হাত-পা বেঁধে মেঝেতে শুইয়ে বেদম মারধর করে। আমার ১৫ দিনের বাচ্চাকে মাথার ওপর উঠিয়ে বলে, “টাকা কোথায়, বৃহস্পতিবার ব্যাংক থেকে যে আনলি? আর ঘরে স্বর্ণালংকার যা আছে দে। তা না হলে তোর বাচ্চাকে ফ্লোরে আছাড় দিয়ে শেষ করে ফেলব।” পরে আলমারি থেকে ৯ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণ নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। শেষে আমার শিশুসন্তানকে মেঝেতে রেখে ঘর থেকে চলে যায়। সবার হতে দেশীয় অস্ত্র ছিল। মুখোশ থাকায় কাউকে চিনতে পারিনি। আমি আইনের আশ্রয় নেব।’