ফকির হাসান, সুনামগঞ্জ থেকেঃ- সুনামগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম স্থানীয় সাংবাদিকবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শুরুতে পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন। পরে তিনি জেলার বিভিন্ন চলমান বিষয় এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের কাছ থেকে জানতে চান।
সাংবাদিকবৃন্দ তাদের আলোচনায় নির্বাচনী দায়িত্বে পুলিশের নিরপেক্ষতা, বালুমহাল থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, চোরাচালান, শহরের যানজট, মাদক বিস্তার, অনলাইন জুয়া, বিদ্যালয়ের সামনে ইভটিজিং এবং ব্যাটারি চালিত রিকশার বিশৃঙ্খল চলাচলসহ নানা গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নির্বাচনে পুলিশ শতভাগ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। তিনি জানান, ইতোমধ্যে অবৈধ বালু-পাথর উত্তোলনের সাথে জড়িত ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত অন্যদের বিরুদ্ধেও মামলা করা হবে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" এবং তা কঠোরভাবে অব্যাহত থাকবে। সাংবাদিকদের উত্থাপিত অন্যান্য সমস্যাগুলো জেলা পুলিশ সমন্বিতভাবে সংশ্লিষ্ট সংস্থার সাথে কাজ করে সমাধানের চেষ্টা করবে বলেও পুলিশ সুপার আশ্বাস প্রদান করেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।