২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নবীনগরে বিউটি পারলারে অভিযান, জাল নোট ও অস্ত্র উদ্ধার

admin
প্রকাশিত ২১ সেপ্টেম্বর, রবিবার, ২০২৫ ২১:১৮:১৩
নবীনগরে বিউটি পারলারে অভিযান, জাল নোট ও অস্ত্র উদ্ধার

Manual1 Ad Code

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বিউটি পারলারে অভিযান চালিয়ে তিন নারীকে আটক করেছে পুলিশ। এ সময় ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

রোববার বিকেলে পৌরসভার আদালতপাড়া এলাকায় অবস্থিত ‘বউ সাজ’ নামের বিউটি পারলারে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন সাথী (৪২), তাশলিমা আক্তার ও খাদিজা আক্তার।

Manual2 Ad Code

পুলিশ জানায়, এক নারী ফেসিয়ালের কথা বলে পারলারে এসে ব্যাগ রেখে যান। পরে সেখান থেকে জাল টাকা ও অস্ত্র উদ্ধার হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, কালো পোশাক ও মাস্ক পরা ওই নারী বিকেল ৪টার দিকে অটোরিকশায় করে এসে আধা ঘণ্টা পর ব্যাগ ছাড়া বেরিয়ে যান।

Manual5 Ad Code

নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, আটক তিন নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।