সিলেট ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫
দেশের প্রখ্যাত আলেম, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেছেন, কাদিয়ানীরা মুসলিম নয়। কাদিয়ানীরা কাফের, তাদের ঈমান নেই। কেননা তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) কে সর্বশেষ নবী ও রাসুল মানেনা। কাদিয়ানীদের ঈমান বিধ্বংসী অপতৎপরতা বন্ধ করতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে।
কিন্তু ইসলামের নামে প্রতারণার কোন সুযোগ নেই। তিনি আরো বলেন, ‘আহমদীয়া মুসলিম জামাত’ নামদারী কাদিয়ানী সম্প্রদায় ইসলামের মৌলিক অনেক বিশ্বাস অস্বীকার করার কারণে তারা অমুসলিম। কিন্তু তারা ইসলামের নাম ব্যবহার করে দেশব্যাপী প্রতারণা করে যাচ্ছে। ফলে সাধারণ মুসলমান বিভ্রান্ত হয়ে ঈমান হারাচ্ছে। অবিলম্বে তাদের প্রতারণা বন্ধ করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।
বুধবার (১৩ আগস্ট) খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি কর্তৃক সিলেটে আয়োজিত কাদিয়ানীদের অপতৎপরতা রোধে করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট জেলা সভাপতি, শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক সুরাইঘাটির সভাপতিত্বে ও সিলেট জেলা শাখার বিদায়ী সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমীর পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিটির কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা শায়েখ আব্দুল বসির সুনামগঞ্জী, যুগ্ম মহাসচিব মাওলানা ফয়জুল্লাহ আশরাফী, মুফতি জসিম উদ্দিন রাহমানি, শায়খুল হাদিস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, মাওলানা মুস্তাক আহমদ খান ধনুকান্দি, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি খালেদ সাইফুল্লাহ নুমানী, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মাওলানা আবু ইউসুফ, প্রমুখ।
বিকেল ৩টা থেকে শুরু হওয়া সেমিনারে সিলেটের বিভিন্ন অঞ্চল ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কয়েকশ প্রতিনিধিত্বশীল উলামা মাশায়েখগন অংশগ্রহন করেন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন মুফতি রশিদ আহমদ। পরিরেশষে সভাপতির মোনাজাতের পূর্বে খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির সিলেট জেলা মহানগর শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ আল জালাল, মাওলানা মুহিবুর রহমান মিঠিপুরি, মাওলানা নেজাম উদ্দিন রানাপিংগী, মাওলানা কামাল উদ্দিন বাধাঘাটি, মাওলানা হুসাইন আহমদ, মুফতি জামাল উদ্দিন হক্কানী, মাওলানা নাঈম ইদ্দিন, মাওলানা ইসমত উল্লাহ সিদ্দিকি, মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা আব্দুল রহমান শাহজাহান, মাওলানা বাহাউদ্দিন বাহার, মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা নোমান আহমদ সালেহ প্রমুখ।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD