মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার সাউথ পোর্টে এক বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সাউথ পোর্ট ইয়ট বেসিনের আমেরিকান ফিশ কোম্পানির বাইরে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
নর্থ ক্যারোলাইনা সিটির মুখপাত্র চায়্যান কেচাম জানান, ডকের কাছে একটি নৌকা ভিড়লে হামলাকারী হঠাৎ গুলি চালান। এরপর একটি নৌকা নিয়ে আটলান্টিক ও উপসাগরীয় অঞ্চলের উপকূল বরাবর বিস্তৃত জলপথ হয়ে পালিয়ে যান।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রায় আধঘণ্টা পর কাছের ওক আইল্যান্ডে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। তবে তাঁর নাম এখনো প্রকাশ করা হয়নি।
সাউথ পোর্টের পুলিশপ্রধান টড কোরিং বলেন, “এটি স্থানীয় কমিউনিটির জন্য এক অত্যন্ত মর্মান্তিক রাত।” তিনি আরও জানান, হামলায় নিহতদের পাশাপাশি অন্তত ছয়জন আহত হয়েছেন, যাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ঘটনার পর স্থানীয় প্রশাসন জরুরি সতর্কতা জারি করে জনগণকে বাড়িতে অবস্থান করার আহ্বান জানায়। তবে পরে পুলিশপ্রধান কোরিং জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আর কোনো ভয় নেই।