ক্রীড়া প্রতিবেদক | ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৬
বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে বিসিবি থেকে স্থায়ীভাবে অপসারণ না করা পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নেবেন না দেশের ক্রিকেটাররা। আজ বৃহস্পতিবার দুপুরে বনানীর শেরাটন হোটেলে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (COAB) সভাপতি মোহাম্মদ মিঠুন এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার লিটন দাস, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজসহ শীর্ষ তারকারা উপস্থিত ছিলেন।
বিসিবির ‘৪৮ ঘণ্টা’ ও ক্রিকেটারদের অনড় দাবি
বিসিবি নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার সময় চাইলেও ক্রিকেটাররা এই কালক্ষেপণ মানতে নারাজ। মিঠুন বলেন, “বিসিবি বারবার ‘প্রসিডিউর’ বা প্রক্রিয়ার কথা বলছে। তারা নাজমুলকে ওএসডি করার প্রস্তাব দিয়েছিল, যা আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের প্রশ্ন—৪৮ ঘণ্টা পর যদি তিনি পদত্যাগ না করেন, তবে তো আমাদের আবারও খেলা বন্ধ করতে হবে। তাই আমরা এখন থেকেই আর মাঠে নামছি না।”
মাঠে ফেরার একমাত্র শর্ত
কোয়াব সভাপতি পরিষ্কারভাবে জানিয়েছেন, বিসিবিকে প্রকাশ্যে প্রতিশ্রুতি দিতে হবে যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল আর বোর্ডে থাকছেন না। তিনি বলেন, “বিসিবি যদি আপনাদের (গণমাধ্যম) সামনে এসে গ্যারান্টি দেয় যে ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক থাকবে না, কেবল তবেই ক্রিকেটাররা মাঠে ফিরবে। আর যদি ৪৮ ঘণ্টা পর তিনি থেকে যান এবং ক্রিকেটাররা আবারও খেলা বন্ধ করে, তবে তার সম্পূর্ণ দায়ভার বিসিবিকে নিতে হবে।”
দর্শকদের জন্য ক্ষতিপূরণের দাবি
অচলাবস্থার কারণে আজ বিপিএলের প্রথম ম্যাচটি (চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস) বাতিল হয়েছে। এই ম্যাচের দর্শকদের কথা মাথায় রেখে মিঠুন এক বিশেষ দাবি জানান। তিনি বলেন, “আজকের প্রথম ম্যাচটি হলো না, দ্বিতীয় ম্যাচটিও অনিশ্চিত। আমাদের অনুরোধ থাকবে, যে দর্শকরা আজ টিকিট কেটে মাঠে এসেছেন, ভবিষ্যতে যখন এই ম্যাচ হবে তখন যেন তারা আজকের টিকিট দিয়েই ফ্রিতে খেলা দেখার সুযোগ পান।”
যে কারণে চরম ক্ষোভ
তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলা এবং ক্রিকেটারদের পেছনে হওয়া খরচ ফেরত চাওয়ার মতো নাজমুল ইসলামের সাম্প্রতিক মন্তব্যে তাসকিন, শান্ত, রুবেল ও মুমিনুলরা আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। গতকাল তিনি আবারও ‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বোর্ডের ক্ষতি নেই’ মন্তব্য করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
মিরপুরে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটানসের ম্যাচটি হওয়ার কথা থাকলেও, কোয়াব সভাপতির এই ঘোষণার পর তা মাঠে গড়ানো নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।