
নলডাঙ্গা (২০ ডিসেম্বর): নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সকালে মরদেহটি রেলস্টেশনের প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে স্থানীয়রা মনে করেন ওই নারী কোনো কারণে অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছেন। তবে দীর্ঘসময় কোনো নড়াচড়া না করার পর তারা সন্দেহ প্রকাশ করেন এবং নারীকে ডেকে তোলার চেষ্টা করেও সফল হননি। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হন যে, ওই নারী মারা গেছেন।
সান্তাহার জিআরপি পুলিশ এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহের পরিচয় শনাক্তের জন্য তদন্ত চালাচ্ছে। সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, তারা মাধনগর রেলস্টেশনের কর্মকর্তাদের মাধ্যমে খবর পেয়ে একটি টিম পাঠিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছেন।
এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তবে পুলিশ এই বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।