নাটোরের গুরুদাসপুরে মাদক কারবারের অভিযোগে এক দম্পতি ও তাঁদের সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়ি থেকে শহিদুল ইসলাম ওরফে ভম্বু (৪৫), তাঁর স্ত্রী তানিয়া আক্তার এবং সহযোগী রুবেল আলীকে (২৯) আটক করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, দম্পতিটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত। শহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ২১টি এবং তাঁর স্ত্রী তানিয়ার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। মামলাগুলোতে তাঁরা জামিনে ছিলেন। রুবেল আলী তাঁদের সহযোগী হিসেবে কাজ করতেন।
পুলিশের বিশেষ অভিযানে তাঁদের কাছ থেকে ১০৭টি ইয়াবা, ২৪৫ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারটি এক দশকেরও বেশি সময় ধরে মাদক ব্যবসায় সক্রিয়। প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে বহুবার গ্রেপ্তার হলেও তাঁরা জামিনে মুক্ত হয়ে আবার মাদক কারবারে ফিরে যান। পুনরায় আটক হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে।
ওসি দুলাল হোসেন বলেন, ‘আগে যেভাবেই রক্ষা পেয়ে থাকুক, এখন মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’