
নিজস্ব প্রতিবেদক, নান্দাইল (ময়মনসিংহ) | ১১ জানুয়ারি, ২০২৬
ময়মনসিংহের নান্দাইলে নারিকেলগাছের নিচে চাপা পড়ে আরাফাত রহমান নামের ৪ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার রাজগাতি ইউনিয়নের রাজগাতি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রাজগাতি গ্রামের প্রতিবেশী আব্দুল্লাহ তার পুকুর পাড়ের একটি মৃত নারিকেলগাছ কাটছিলেন। গাছ কাটা শেষ হওয়ার পর সেটি পাশের একটি স্থানে পড়ে। ওই সময় শিশু আরাফাত সেখানে খেলা করছিল। অসাবধানতাবশত কাটা গাছটি সরাসরি আরাফাতের ওপর পড়লে সে গুরুতর আহত ও চাপা পড়ে।
তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
নিহত শিশুর বাবা আমিনুল ইসলাম এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তিনি জানান, আব্দুল্লাহর অবহেলার কারণেই তার ছেলেকে অকালে প্রাণ হারাতে হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমীন বলেন, "খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ সুরতহাল করা হচ্ছে। পরিবারের অভিযোগ ও আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
আজকের (১১ জানুয়ারি, ২০২৬) প্রধান প্রধান সংবাদগুলো একনজরে:
১. ইরান পরিস্থিতি: ড. নুরিয়েল রুবিনি ইরানের বর্তমান শাসনের পতনের পূর্বাভাস দিয়েছেন। ২. ইউনূসের জাপান সফর: নির্বাচনে পর মার্চে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা; গুরুত্ব পাবে ডিজিটাল স্বাস্থ্য ও ব্লু-ইকোনমি। ৩. নির্বাচনী প্রস্তুতি: ইইউ প্রতিনিধির সাথে বৈঠক শেষে প্রেস সচিব জানিয়েছেন, সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা হয়েছে। ৪. ডিজিটাল সেবা: .bd ডোমেইন রেজিস্ট্রেশন ও রিনিউয়ালে ৩৬ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে বিটিসিএল। ৫. দুর্ঘটনা: নেত্রকোনায় ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্র এবং নান্দাইলে গাছ চাপা পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে।