নামের মিলেই বিপত্তি: ফেসবুকের বিরুদ্ধে মামলা করলেন মার্ক এস. জাকারবার্গ

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৫

নামের মিলেই বিপত্তি: ফেসবুকের বিরুদ্ধে মামলা করলেন মার্ক এস. জাকারবার্গ

আন্তর্জাতিক ডেস্ক:
নামের মিল কী বিপত্তি ডেকে আনতে পারে, তার উদাহরণ হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের আইনজীবী মার্ক এস. জাকারবার্গ। দেউলিয়াত্ব বিষয়ক এই প্রবীণ আইনজীবী ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন, কারণ তাঁকে বারবার “বিখ্যাত ব্যক্তির ছদ্মবেশ ধারণের” অভিযোগে অ্যাকাউন্ট স্থগিতের শিকার হতে হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত আট বছরে অন্তত পাঁচবার তাঁর ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এতে পেশাগত ও ব্যক্তিগত জীবনে বিঘ্ন ঘটার পাশাপাশি আর্থিক ক্ষতিও হয়েছে হাজার হাজার ডলার।

আইনজীবী জাকারবার্গ ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি মার্ক স্টিভেন, আর উনি (ফেসবুক প্রতিষ্ঠাতা) মার্ক এলিয়ট। এটা কোনো মজা নয়, বিশেষ করে যখন এর কারণে আমি আর্থিক ক্ষতির মুখে পড়ি।”

তবে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে তিনি এক অভিনব শর্তও জানিয়েছেন। তাঁর ভাষায়, যদি মার্ক এলিয়ট জাকারবার্গ বিমানে করে এসে ব্যক্তিগতভাবে ক্ষমা চান, অথবা তাঁর বিলাসবহুল ইয়টে আমাকে এক সপ্তাহ ঘুরিয়ে আনেন—তাহলেই আমি ক্ষতিপূরণ মেনে নেব।”

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা অবশ্য জানিয়েছে, তাঁর অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়েছে এবং ভবিষ্যতে যেন এমন ভুল আর না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, এই আইনি লড়াই চলাকালেই ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক এলিয়ট জাকারবার্গ সম্প্রতি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি টাইটানদের বৈঠকে যোগ দেন, যেখানে এআই গবেষণা ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ