নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর মধ্যে ফতুল্লা থানার চারটি হত্যা মামলা এবং সদর থানার পুলিশের কাজে বাধা দেওয়ার একটি মামলা রয়েছে।
আদালতে শুনানি
আজ দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানার মামলার শুনানি হয়। একই সময়ে ফতুল্লার চারটি হত্যা মামলার শুনানি হয় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইমুনা আকতার মনির আদালতে।
আইভীর অনুপস্থিতিতেই এ পাঁচ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
আইভীর আইনজীবীর অভিযোগ
আইভীর আইনজীবী আওলাদ হোসেন শুনানি শেষে সাংবাদিকদের বলেন—
“যে পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, সেসব মামলার এজাহারে আইভীর নাম নেই। তাঁর জামিন বিলম্ব করতেই নতুনভাবে মামলাগুলো সাজানো হয়েছে। আমরা উচ্চ আদালতে এই আদেশের বিরুদ্ধে আপিল করব।”
গ্রেপ্তার ও জামিন প্রসঙ্গ
এর আগে গত ৯ মে নিজ বাসভবন থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে করা পাঁচটি মামলায় হাইকোর্ট জামিন দিলেও পরে সেই জামিন স্থগিত করা হয়।