‘ফাইটার মনির’ গ্রেপ্তার
নারায়ণগঞ্জ, ৭ জানুয়ারি — নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। এ সময় চিহ্নিত মাদক কারবারি মনির হোসেন ওরফে ফাইটার মনিরকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে ফতুল্লা থানা-পুলিশের একটি দল গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকার একটি দোতলা ভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার মনির হোসেন ফতুল্লার মাসদাইর এলাকার বাসিন্দা। তিনি চিহ্নিত মাদক কারবারি এবং তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
অভিযানকালে মনিরের কাছ থেকে দুটি স্টিলের তৈরি বড় ছুরি, একটি রামদা, তিনটি দা, একটি সামুরাই, আটটি ছোট-বড় ছুরি, দুটি চাপাতি, একটি করাত, লোহা কাটার যন্ত্র, একটি হাতুড়ি ও তিনটি লোহার পাইপ জব্দ করা হয়। এ ছাড়া তাঁর কক্ষ থেকে একটি কম্পিউটারের সিপিইউ, দুটি মনিটর, ২৪ পুরিয়া গাঁজা এবং গাঁজা মাপার যন্ত্র উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন,
‘গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর মনিরের দেওয়া তথ্যে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।