১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নারায়ণগঞ্জে চার মাস বকেয়া বেতনের দাবিতে স্টিল মিল শ্রমিকদের মহাসড়ক অবরোধ

admin
প্রকাশিত ২৯ অক্টোবর, বুধবার, ২০২৫ ১৮:১৪:১৩
নারায়ণগঞ্জে চার মাস বকেয়া বেতনের দাবিতে স্টিল মিল শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ |
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাসের বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি স্টিল মিলের শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ বুধবার (২৯ অক্টোবর) উপজেলা বরপা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

শ্রমিকেরা সড়কে বিদ্যুতের খুঁটি ও টায়ারে আগুন জ্বালিয়ে আন্দোলন চালান। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দূরপাল্লার যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনকারী শ্রমিকেরা জানিয়েছেন, প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে প্রায় ২০০ জন শ্রমিক কর্মরত আছেন। চার মাস ধরে বেতন না পাওয়ায় শ্রমিকরা অসন্তুষ্ট। মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও কোনো সমাধান হয়নি।

Manual1 Ad Code

শ্রমিকরা প্রথমে কারখানার ভেতরে বিক্ষোভ দেখান। পরে সড়কে নেমে বিদ্যুতের খুঁটি ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা দুপুর ৩টার দিকে সড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

Manual7 Ad Code

কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা মিন্টু মিয়া বলেন,

Manual1 Ad Code

“শ্রমিকদের দাবিকৃত বকেয়ার মধ্যে এক মাসের টাকা পরিশোধের চেষ্টা করা হয়েছে, কিন্তু শ্রমিকরা তা গ্রহণ করেননি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বাকি বকেয়া পরিশোধের চেষ্টা চলছে।”

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান,

“শ্রমিক অসন্তোষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।”