নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইক আরোহী নিহত, উত্তেজিত জনতার অগ্নিসংযোগ

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইক আরোহী নিহত, উত্তেজিত জনতার অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ, সোমবার (৬ অক্টোবর): নারায়ণগঞ্জ জেলা পরিষদ এলাকায় ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে মৌমিতা পরিবহনের একটি বাসের ধাক্কায় এক ইজিবাইক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও দুইজন আহত হন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসের চালক ও হেলপারকে পিটিয়ে আহত করে এবং বাসটিতে অগ্নিসংযোগ করে।

নিহতের নাম মোজাম্মেল হক (৫৫)। তিনি ফতুল্লার সস্তাপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে। আহতরা হলেন ইজিবাইকের চালক আনিসুর রহমান (৩৮) ও যাত্রী রানা বাবু (৪০)

দুর্ঘটনাটি ঘটে আজ সোমবার বেলা আড়াইটার দিকে জেলা পরিষদের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাঢ়াগামী একটি ইজিবাইককে পেছন থেকে মৌমিতা পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। যাত্রীরা রাস্তায় পড়ে গেলে বাসচালক পালানোর সময় তাঁদের ওপর দিয়েই বাস চালিয়ে দেয়, এতে দুইজন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান মোজাম্মেল।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপর ক্ষুব্ধ জনতা বাসের চালক রুবেল (২৪) ও হেলপার নাঈম শেখ (২৫)-কে পিটিয়ে আহত করে এবং বাসে আগুন ধরিয়ে দেয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন,

“জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। একটি বাসের ধাক্কায় এক যাত্রী নিহত ও কয়েকজন আহত হয়েছেন। উত্তেজিত জনতা গাড়িতে অগ্নিসংযোগ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ