১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নারায়ণগঞ্জে বিকেএমইএ সভাপতি হাতেম হেনস্তার শিকার, দুঃখ প্রকাশ করলেন ছাত্রদল নেতা

admin
প্রকাশিত ১২ নভেম্বর, বুধবার, ২০২৫ ২২:২৮:১৫
নারায়ণগঞ্জে বিকেএমইএ সভাপতি হাতেম হেনস্তার শিকার, দুঃখ প্রকাশ করলেন ছাত্রদল নেতা

Manual8 Ad Code


সরকারি তোলারাম কলেজে ঘটনাটি ঘটে, ভিডিও ভাইরাল

Manual6 Ad Code

নারায়ণগঞ্জ, বুধবার: নারায়ণগঞ্জে উদ্যোক্তাদের এক অনুষ্ঠানে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম হেনস্তার শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ মিলনায়তনে এ ঘটনা ঘটে। মুহূর্তেই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় আজ বুধবার রাতে সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন।

মনির হোসেন লিখেছেন, “আমি সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি। কিছুদিন আগে নারায়ণগঞ্জের শিল্পকলা একাডেমিতে এনসিপির এক নেতা হাতেম সাহেবকে ‘ফ্যাসিস্ট হাসিনার দোসর’ বলে আখ্যায়িত করেছিলেন, যা বিভিন্ন নিউজ পোর্টালে ভাইরাল হয়। গত মঙ্গলবার কলেজের অনুষ্ঠানে তিনি অতিথি হয়ে আসেন। তখন কিছু সাধারণ ছাত্র-ছাত্রী অভিযোগ করে যে, তিনি একজন ফ্যাসিস্টের দোসর—এমন ব্যক্তিকে অনুষ্ঠানে রাখা যায় না। অনেকেই আমাকে তাকে বের করে দিতে বলেন। একপর্যায়ে আমি আবেগপ্রবণ হয়ে তাকে চলে যেতে বলি।”

Manual1 Ad Code

তিনি আরও বলেন, “তার মতো একজন সম্মানিত ব্যক্তির সঙ্গে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। আমি মোহাম্মদ হাতেম সাহেবসহ বিকেএমইএ’র সকল ব্যবসায়ীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ব্যবসায়ী হিসেবে তাদের সব সরকারের সঙ্গেই সম্পর্ক রাখতে হয়—এই বিষয়টি আমি সঠিকভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছি। ভবিষ্যতে আমার দ্বারা এ রকম আচরণ আর ঘটবে না।”

Manual3 Ad Code