
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে প্রকাশ্য সভায় গণ-অভ্যুত্থানের শত্রু আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিন।
মঙ্গলবার (৪ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত “এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল বিপর্যয় ও উত্তরণের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় আমিন এই মন্তব্য করেন। তিনি বলেন, সভায় মোহাম্মদ হাতেমকে স্টেজে বসানো উচিত ছিল না।
আব্দুল্লাহ আল আমিন বলেন,
“আজ দেখলাম একজন স্টেজে এসে ছাত্রদের কীভাবে পড়ালেখা করবে, রেজাল্ট ভালো করবে–এ ধরনের পরামর্শ দিচ্ছেন; অথচ ওই ব্যক্তি জুলাই গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনার মিটিংয়ে উপস্থিত থেকে ছাত্রদের আন্দোলন দমন করার পক্ষপাত করেছেন।”
তিনি আরও বলেন,
“আন্দোলন চলাকালীন তিনি শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে ছাত্রদের দমন করার কথা বলেছেন—এ ধরনের ব্যক্তিকে আমরা এই স্পেস দিতে পারি না। নারায়ণগঞ্জের মানুষ এসব ঘটনা জানে; তারপরও কেন আমরা ভুল করছি, এটা দুঃখজনক।”