১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নারীর লাশ উদ্ধার

admin
প্রকাশিত ২৫ এপ্রিল, শুক্রবার, ২০২৫ ২১:৫২:৩৯
নারীর লাশ উদ্ধার

Manual2 Ad Code

সাভারের বিরুলিয়া থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে একটি পোশাক কারখানার পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যার পর লাশ ফেলে রেখে যায় বলে পুলিশের ধারণা।

Manual7 Ad Code

পুলিশ জানায়, আজ বিকেলে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার একটি পোশাক কারখানার পেছনে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

Manual2 Ad Code

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াজেদ আলী বলেন, লাশের গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কয়েক দিন আগে তাঁকে হত্যার পর লাশ পোশাক কারখানার পেছনে ফেলে রেখে যায়।

Manual8 Ad Code