স্পোর্টস ডেস্ক │ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এখনো পেশাদার ক্রিকেট থেকে অবসর নেননি। তবে আন্তর্জাতিক ওয়ানডে থেকে বিদায়ের পর এবার কোচিংয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন স্টারস নারী দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার গণমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান জানিয়েছে, ২১ অক্টোবর শুরু হতে যাওয়া ‘স্প্রিং চ্যালেঞ্জ’ টি-টোয়েন্টি টুর্নামেন্টে এই দায়িত্ব পালন করবেন তিনি।
চোটের কারণে মাঠের বাইরে, এবার কোচের ভূমিকায়
সম্প্রতি কব্জির চোটে পড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি ম্যাক্সওয়েল। বোলিং অনুশীলনের সময় সতীর্থ মিচেল ওয়েনের জোরালো শট তাঁর হাতে লাগে, এতে হাড়ে চিড় ধরে। ফলে ভারতের বিপক্ষেও তাঁর খেলা অনিশ্চিত।
এই সুযোগে ম্যাক্সওয়েল কাজ করবেন মেলবোর্ন স্টারসের প্রধান কোচ অ্যান্ডি ক্রিস্টির সহকারী হিসেবে।
ম্যাক্সওয়েলের কাছ থেকে শিখতে মুখিয়ে খেলোয়াড়রা
দলের উইকেটরক্ষক ব্যাটার সোফি রিড বলেন,
“স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি খেলাটা ম্যাক্সওয়েল যে কারও চেয়ে ভালো বোঝেন। মাঠে তিনি আমাদের পর্যবেক্ষণ করবেন, তাঁর কাছ থেকে পরামর্শ পাওয়া দারুণ অভিজ্ঞতা হবে। আমি তো ম্যাক্সওয়েলের মতো রিভার্স সুইপ করতে পারি না।”
স্প্রিং চ্যালেঞ্জ শুরু ২১ অক্টোবর
আগামী ২১ অক্টোবর অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মেলবোর্ন স্টারস। বিগ ব্যাশের আটটি দল ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি নারী দল।
গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল এই স্প্রিং চ্যালেঞ্জ, যা নারী বিগ ব্যাশ লিগের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে আয়োজন করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।