সিলেট ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫
বগুড়ায় নারী দিয়ে ফাঁদে ফেলে দুই ব্যক্তিকে ফ্ল্যাটে জিম্মি করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে একটি সংঘবদ্ধ চক্র। খবর পেয়ে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার ও নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে শহরের চকসূত্রাপুর শহীদ বিলু সড়কের রহমান ভিলার পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তাঁদের উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ওমর সরকার, মহসিন কাজী সিজান, কেয়া বেগম, আফসানা মিমি, কামরুন্নাহার অধরা, এনামুল হোসেন ওরফে রায়হান এবং নয়ন হোসেন।
পুলিশ জানায়, এই চক্রের মূল হোতা ওমর সরকার শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং কুখ্যাত মতিন সরকার ও তুফান সরকারের ছোট ভাই। তাঁর নামে হত্যা, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।
ডিবির ইনচার্জ ইকবাল বাহার জানান, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ফজলুর রহমান (৪৪) মাসখানেক আগে মেয়ের চিকিৎসার জন্য বগুড়ায় আসেন। এ সময় তাঁর সঙ্গে কেয়া বেগমের পরিচয় হয়। বৃহস্পতিবার সকালে কেয়া ফোন করে তাঁকে বগুড়ার তিনমাথা রেলগেটে ডাকেন। পরে তাঁকে চকসূত্রাপুরের একটি ফ্ল্যাটে নিয়ে আটকানো হয়।
কিছুক্ষণের মধ্যে ফজলুর রহমানের এক বন্ধুকেও সেখানে ডেকে আটকানো হয়। পরে ওমর সরকার সহযোগীদের নিয়ে হাজির হয়ে দুই ব্যক্তিকে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া তাঁদের অশালীন ছবি ও ভিডিও ধারণ করে পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
জিম্মিদের পরিবার বিষয়টি ডিবিকে জানালে রাতে অভিযান চালানো হয়। পুলিশ জিম্মিদের উদ্ধার করে এবং সাতজনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD