২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

নালায় পড়ে শিশুর মৃত্যু

admin
প্রকাশিত ০৯ জুলাই, বুধবার, ২০২৫ ১৭:৪০:৪৮
নালায় পড়ে শিশুর মৃত্যু

Manual4 Ad Code

চট্টগ্রাম নগরে আবার নালায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার হালিশহর থানার মহেশখালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির বয়স তিন বছর।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শিশুটি আজ দুপুরে নালায় পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান শুরু করে।

Manual3 Ad Code

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ডুবুরি দল বিকেল ৪টার দিকে শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই কর্মকর্তা।

Manual2 Ad Code

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে দুই দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। এতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দেওয়ার পাশাপাশি নগরের নালাগুলোতে পানি উপচে পড়ছে।

নগরীতে আগেও বর্ষাকালে নালায় পড়ে শিশুসহ বিভিন্নজনের মৃত্যু হয়েছে। গত ছয় বছরে নগরের খাল-নালায় পড়ে অন্তত ১৪ জন মারা গেছে। এর মধ্যে ২০২০ সালে দুই, ২০২১ সালে পাঁচ, ২০২৩ সালে তিন ও ২০২৪ সালে তিনজন মারা যায়। সর্বশেষ চলতি বছরের ১৯ এপ্রিল নগরের চাক্তাই খাল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার হয়।

Manual5 Ad Code