২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রজব, ১৪৪৭ হিজরি

না ফেরার দেশে ফুটবল কোচ মাসুক মিয়া, সিলেটের ক্রীড়াঙ্গণে শোকের ছায়া

admin
প্রকাশিত ৩০ এপ্রিল, রবিবার, ২০২৩ ১৬:০৩:৪৭

Manual8 Ad Code

না ফেরার দেশে ফুটবল কোচ মাসুক মিয়া, সিলেটের ক্রীড়াঙ্গণে শোকের ছায়া

Manual3 Ad Code

 

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ফুটবল কোচ মাসুক মিয়া আর নেই। (ইন্না…রাজিউন)। বার্ধক্যজনিত রোগে বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন সিলেটের এই প্রবীণ ফুটবল কোচ।

 

Manual5 Ad Code

গতকাল শনিবার বিকেল ৫.১৫ মিনিট এর সময় সিলেট নগরের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৬২ বছর। স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

 

Manual7 Ad Code

মাসুক মিয়া সিলেটের প্রবীণ ফুটবল কোচ। অনেক তারকা ফুটবলার উঠে এসেছেন তাঁর হাত ধরে। মুন্না, ওয়াহেদ,তখলিছ,সাদ, বিপলু র মতো অসংখ্য সিলেটের খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের খেলেছে তারই বদৌলতে এমনকি সিলেটের ফুটবলের লাইফ লাইন বা ফুটবলের নিবেদিত প্রাণ বলা হতো এই কোচকে।

 

কোচিংয়ের পাশাপাশি সংগঠকেরও ভূমিকায় ছিলেন মাসুক মিয়া। সিলেট ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন মৃত্যু অব্দী। সিলেট ইউনাইটেড একাডেমি পরিচালনা করতেন তিনি। যে একাডেমি দিয়েই উঠে এসেছেন সিলেটের অনেক তারকা ফুটবলার।

 

শনিবার বাদ এশা হযরত শাহজালাল (রাঃ) মসজিদে মরহুমের জানাযার নামাজ এ প্রবীণ ও বর্তমান খেলোয়াড় সহো সকল শ্রেণির মানুষ শরিক হয়ে পরবর্তীতে দরগাহ কবরস্থানে দাফন সম্পন্ন হয়, তার মৃত্যুতে সিলেটের ক্রীড়াঙ্গনে শোকের ছায় নেমে এসেছে, সিলেটের অনেক খেলোয়াড়দের সাথে আলাপ কালে তারা বলেন সিলেটের ফুটবল র যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়, খেলোয়াড়েরা তাহার মাগফিরাত কামনা করে সকলের নিকট দূয়া চেয়েছেন।

Manual1 Ad Code