১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নিউইয়র্কের জ্যামাইকা হিলসাইডে আমিশা প্যাটেল প্রেমস কালেকশন’-উদ্বোধন করেছেন

admin
প্রকাশিত ২১ নভেম্বর, শুক্রবার, ২০২৫ ২২:৫২:৩৮
নিউইয়র্কের জ্যামাইকা হিলসাইডে আমিশা প্যাটেল প্রেমস কালেকশন’-উদ্বোধন করেছেন

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

হাকিকুল ইসলাম খোকন,

বাপসনিউজঃ নিউইয়র্কের জ্যামাইকা হিলসাইড এভিনিউয়ের ১৬৮-৩১,নম্বর ঠিকানায় গত শুক্রবার গত ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হলো দক্ষিণ এশীয় ফ্যাশনের নতুন ঠিকানা ‘প্রেমস কালেকশন’-এর বর্ণাঢ্য উদ্বোধন। ভারতের জনপ্রিয় ও নন্দিত অভিনয় তারকা আমিশা প্যাটেল,বাংলাদেশী মালিক ফাহাদ সোলায়মান ও প্রেম–এর এই নতুন ফ্যাশন হাউসের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন।খবর আইবিএননিউজ ।
উদ্বোধনী অনুষ্ঠানে নিউইয়র্কের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক দর্শক-ক্রেতাদের উপস্থিতি অনুষ্ঠানে উৎসবের আমেজ সৃষ্টি করে। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন রাধা খাজুরা,এনওয়াইপিডি”র সাবেক ডিটেকটিভ ও জীবনের সাধারণ সম্পাদক পুলিশ অফিসার রাসেক মালেকসহ আরও অনেকে।

Manual8 Ad Code

উদ্বোধন শেষে আমিশা প্যাটেল বলেন, “নিউইয়র্কের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য ব্যবসায়ী ফাহাদ সোলায়মান ও প্রেমের আমন্ত্রণে ‘প্রেমস কালেকশন’ উদ্বোধন করতে পেরে আমি সত্যিই আনন্দিত। এখানে শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি থেকে শুরু করে বিভিন্ন পোশাকের যে সমৃদ্ধ কালেকশন দেখলাম, তাতে আমি অভিভূত। আশা করি, এই দোকান নিউইয়র্কের ক্রেতাদের চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে এবং গ্রাহকরাও আমার মতোই সন্তুষ্ট হবেন।”
‘প্রেমস কালেকশন ইউএসএ’-এর স্বত্তাধিকারী ফাহাদ সোলায়মান ও প্রেম উদ্বোধন উপলক্ষে গণমাধ্যমকে জানান, “বিশ্ববিখ্যাত ভারতীয় পোশাক ব্র্যান্ডকে নিউইয়র্কে এনে দেওয়া আমাদের জন্য গর্বের বিষয়। এখন আর এখানকার মানুষকে ভারতে গিয়ে পছন্দের পোশাক কিনতে হবে না। আমরা সেরা মান, জনপ্রিয় ডিজাইন এবং সব বয়সের জন্য উপযোগী সর্বশেষ ফ্যাশন ট্রেন্ড সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের বিশেষ চাহিদা অনুযায়ী ডিজাইন অর্ডারের ব্যবস্থাও থাকবে।”
ফাহাদ সোলায়মান আরও যোগ করেন,
“গ্রাহকরাই আমাদের শক্তি। ফ্যাশনের নিত্যনতুন বৈচিত্র্য নিয়ে ‘প্রেমস কালেকশন’ এগিয়ে যেতে চায়। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

উদ্বোধনের দিন জ্যামাইকা এলাকায় উৎসুক মানুষের উপচে পড়া ভিড় উদ্যোক্তাদের অনুপ্রেরণাকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। দক্ষিণ এশীয় ফ্যাশনের আধুনিক রুচি, মান ও বৈচিত্র্যের সমন্বয়ে ‘প্রেমস কালেকশন’ নিউইয়র্কবাসীর নতুন ফ্যাশন গন্তব্য হয়ে উঠবে— এমন প্রত্যাশাই ব্যক্ত করেন আয়োজকরা।

Manual7 Ad Code