১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর ওপর ডিম নিক্ষেপ, যুবলীগ কর্মী আটক

admin
প্রকাশিত ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৫ ১৯:৫২:১৪
নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর ওপর ডিম নিক্ষেপ, যুবলীগ কর্মী আটক

Manual3 Ad Code

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের অভিযোগে এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় যুবলীগের কর্মী মিজানুর রহমান আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সুলাইমান হক জানান, বিএনপি-সমর্থিত এক ব্যক্তি অভিযোগ করেন মিজানুর ছুরি নিয়ে আক্রমণের চেষ্টা করেছেন। এ অভিযোগের ভিত্তিতে নিউইয়র্ক পুলিশ তাঁকে আটক করে। পরে রাত সাড়ে ৯টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটক হওয়ার সময় মিজানুর রহমান ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং সঙ্গে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীরাও স্লোগান তোলেন।

Manual1 Ad Code

ঘটনার সময় আখতার হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাসনিম জারার প্রতিও কটূক্তি করেন এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন।

Manual7 Ad Code

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করে আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।”

Manual3 Ad Code