
খেলা ডেস্ক:
সিরিজ আগেই হাতছাড়া হয়েছিল, তাই শেষ ওয়ানডেটি ছিল কেবল আনুষ্ঠানিকতা—নিউজিল্যান্ডের জন্য।
কিন্তু ইংল্যান্ডের জন্য সেটি ছিল মর্যাদা রক্ষার লড়াই, ধবলধোলাই এড়ানোর শেষ সুযোগ।
তবু ব্যর্থ হলো ইংলিশরা। শেষ ম্যাচেও হেরে সিরিজে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা বরণ করতে হলো হ্যারি ব্রুকের দলকে।
শনিবার (১ নভেম্বর) ওয়েলিংটনের রিজিওনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড ২ উইকেটে হারায় ইংল্যান্ডকে।
এর মাধ্যমে ১৯৮২–৮৩ সালের পর দ্বিতীয়বার ইংল্যান্ডকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করল ব্ল্যাক ক্যাপসরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড।
নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডাফির বোলিং তোপে মাত্র ৪০.২ ওভারে ২২২ রানে অলআউট হয় সফরকারীরা।
প্রথম সারির পাঁচ ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ১১ রান করেন জ্যাকব বেথেল।
বাকিদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
তবে মধ্য ও নিচের সারিতে কিছুটা প্রতিরোধ গড়েন জেমি ওভারটন (৬৮), জস বাটলার (৩৮) ও ব্রাইডন কার্স (৩৬)।
জোফরা আর্চার যোগ করেন ১৬ রান।
নিউজিল্যান্ডের হয়ে টিকনার নেন ৪ উইকেট (৬৪ রানে), ডাফি ৩ উইকেট (৫৬ রানে) এবং জাকারি ফোকস ২ উইকেট তুলে নেন।
জবাব দিতে নেমে আত্মবিশ্বাসী শুরু করে নিউজিল্যান্ড।
ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের ৭৮ রানের উদ্বোধনী জুটি ম্যাচের ভিত্তি গড়ে দেয়।
তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা।
রবীন্দ্র করেন ৪৬ রান, মিচেল ৪৪, কনওয়ে ৩৪।
শেষদিকে উত্তেজনা তৈরি হলেও ফোকস (১৪) ও টিকনার (১৮)** দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
ইংল্যান্ডের হয়ে জেমি ওভারটন ও স্যাম কারান দুটি করে উইকেট নেন।
তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডের ফলাফল:
প্রথম ওয়ানডে: জয়
দ্বিতীয় ওয়ানডে: জয়
তৃতীয় ওয়ানডে: জয় (২ উইকেটে)
🔹 সারকথা:
নিউজিল্যান্ডের ধারাবাহিক পারফরম্যান্সে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক আরেকটি সিরিজ জয়ের রেকর্ড যোগ হলো। অন্যদিকে, দুর্বল ব্যাটিং ও আত্মবিশ্বাসহীনতায় ভুগে ধবলধোলাইয়ের লজ্জায় ডুবল ইংল্যান্ড।