সিলেট ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৪
নিখোঁজ নয়ন মিয়া (২২) এর সন্ধান চায় শাহপরাণ (রহঃ) থানা পুলিশ
নিজস্ব প্রতিবেদক :: নিখোঁজ নয়ন মিয়া (২২), পিতা-মৃত মামুন মিয়া, মাতা পারভীন বেগম সাং-শাহপরাণ(রহঃ) মাজার সংলগ্ন, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট গত ১৫/০৩/২০২৪ ইংরেজি রাত অনুমান ১১.৪৫ ঘটিকায় তাহার নিজ বাসা হতে বাহির হয়ে যাওয়ার পর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছে না।
তাহার আত্মীয় স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাহার কোন সন্ধান না পেয়ে তার মা-পারভীন বেগম শাহপরাণ (রহঃ) থানায় তাহার ছেলে নয়ন মিয়া নিখোঁজ বিষয়ে অভিযোগ করেন। পরবর্তীতে শাহপরাণ (রহঃ) তদন্ত কেন্দ্রের এসআই/মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী অভিযোগের প্রেক্ষিতে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির করেও নিখোঁজ নয়ন মিয়া (২২) এর সন্ধান না পেয়ে শাহপরাণ (রহঃ) তদন্ত কেন্দ্রে নিখোঁজ নয়ন মিয়া (২২) কে অনুসন্ধানের বিষয়ে ডায়রী করেন। ডায়রী নং-৮১৪, তারিখ-২৬/০৩/২০২৪খ ইংরেজি ।
এব্যাপারে এসএমপি শাহপরান রহঃ থানা
এসআই /মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী জানান যে, নিখোঁজের অভিযোগ পেয়ে আমরা পুলিশের বিশেষ টিম তার সন্ধানের জন্য কাজ করছি। তিনি সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, উক্ত নিখোঁজ নয়ন মিয়া (২২) এর কেউ
কোন সন্ধান পেলে এসএমপি শাহপরাণ(রহঃ) থানা, এসআই/মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন মোবাইল (০১৯১৩-২০০৯২৭)… বিজ্ঞপ্তি
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
প্রধান সম্পাদক : ডাঃ বাপ্পি চৌধুরী,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by M-W-D