১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে ৮৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগে মামলা করছে দুদক

admin
প্রকাশিত ০৪ নভেম্বর, মঙ্গলবার, ২০২৫ ২১:০৬:১০
নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে ৮৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগে মামলা করছে দুদক

Manual5 Ad Code

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন

Manual4 Ad Code

দুদকের অভিযোগে বলা হয়েছে, নুরজাহান বেগম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫৩ কোটি ৬৩ লাখ টাকার সম্পদ ঘোষণা দিলেও যাচাইয়ে দেখা গেছে তাঁর আয়-ব্যয়ের তুলনায় ৪৫ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৮৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

Manual4 Ad Code

এ ছাড়া ২০১৯ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি হিসাবে ৪৩ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৮০৩ টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে দুদক। এই তথ্য এসেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রতিবেদন থেকে।

Manual1 Ad Code

দুদক সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন হাজারী ও তাঁর পরিবারের বিরুদ্ধে এর আগেও অবৈধ সম্পদ অর্জন, নামে-বেনামে সম্পত্তি ক্রয় ও অর্থ পাচারের অভিযোগে একাধিক তদন্ত চলছে।

Manual4 Ad Code

নিজাম উদ্দিন হাজারী ফেনী-২ আসন থেকে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, দখলদারিত্ব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে।